মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মেয়রের কাছে ৫০ লাখ টাকা হস্তান্তর করেছে চট্টগ্রাম প্রেসক্লাব

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাওনা বাবদ ৫০ লাখে টাকার পে-অর্ডার জমা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে এ টাকা হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অর্থায়নে নির্মিত চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বকেয়া পাওনা পরিশোধের অংশ হিসেবে এ টাকা পরিশোধ করা হয়।

এসময় চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নির্বাহী সদস্য শহীদ উল আলম, মোয়াজ্জেমুল হক, সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, সহ সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান, কোষাধ্যক্ষ তাপস বড়–য়া রুমু, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।