চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ২৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ওই এলাকা থেকে সরে যাওয়ার জন্য তিন মাস সময় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে চার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
তিনি জানান, চান্দগাঁও আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত হাসপাতাল, ফার্মেসি, বিউটি পার্লার, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ২৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যাওয়ার জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছে। একই এলাকার দারুল ইরফান হিফজুল কোরান মাদ্রাসার প্রধান হাসিনা বেগমকে ২০ হাজার টাকা, দুই মুদি দোকানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা এবং একটি এনজিওকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।