সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কক্সবাজারে হবে চুয়েটের আন্তর্জাতিক কনফারেন্স

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০১৯ | ৭:০৬ অপরাহ্ন


চট্টগ্রাম: কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) অনুষদ।

আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন বিষয়ে শীর্ষস্থানীয় অ্যাকাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সরা অংশ নেবেন।

কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কৌশিক দেব জানান, এবারের কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক ৮১৪টি রিসার্চ পেপার জমা পড়েছে। বিপুল সংখ্যক রিসার্স পেপার জমা পড়ার দিক থেকে বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক কনফারেন্সে এটিই সর্বোচ্চ।

তিনি বলেন, কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা ৮টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। গতবারের ধারাবাহিকতায় এবারের কনফারেন্সও অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।