মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০১৬ | ১২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে ইউনিক সার্ভিসের একটি বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী জয় ওরফে বাবু (৩০) ইউনিক সার্ভিসের ওই বাসটির চালকের সহকারী।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাস অকটেন বহনকারী একটি লরিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি রাস্তার ডিভাইডারের উপর ও বাসটি অপর পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই গাড়ির চালকই পলাতক রয়েছে।