
চবি প্রতিনিধি : সরকারের নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে এই সাক্ষাত করেন তিনি।
ডা. দীপু মনি এবং ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য।
সাক্ষাতকালে ডা. দীপু মনিকে শিক্ষামন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফলকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ ধন্যবাদ জানান চবি উপাচার্য।