শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রোষের শিকার আনুশকা

| প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০১৯ | ১২:৫৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : তামাক সেবনকে উৎসাহিত করে একটি প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের রোষের শিকার হলেন আনুশকা শর্মা। এর অাগে সব সময় জনহিতকর কাজ করে আলোচনায় এসেছেন তিনি।

কিছুদিন আগে রজনীগন্ধা নামের একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র নিজের টুইটার পাতা থেকে পোস্ট করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তারকা আনুশকা র্যা ম্পে দুজন মডেল নিয়ে হেঁটে যাচ্ছেন। এর মধ্যে একজন মডেলের পোশাকে কিছু গড়বড় হয়। তখন তাঁকে উদ্ধারে এগিয়ে যান আনুশকা। এরপর মঞ্চ থেকে নেমে রজনীগন্ধার একটি পণ্য নিজ হাতে সেবন করেন আনুশকা। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন একজন অভিনেত্রী কী করে তামাকজাত পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রচার করছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শুরু করেন অনেকে। কারণ এর আগে একটি সাক্ষাৎকারে আনুশকার স্বামী ক্রিকেটার বিরাট খুব গর্ব করেই বলেছিলেন, ‘আমি ও আনুশকা এমন কিছু প্রচার করব না, যার ফলে আমাদের ভক্তরা ভুল পথে ধাবিত হন।’

একুশে/ডেস্ক/এসসি