মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

টেক্সাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নিহত ১

| প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০১৯ | ৩:১১ অপরাহ্ন

একুশে ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জার সামনে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত ওই নারী হামলাকারীর সাবেক স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পরিবার রাতে সাইপ্রাসে ক্যাথলিক গির্জা ক্রাইস্ট দ্য রিডিমারের সামনে এক বন্ধুকধারী এ হামলা চালায়।

কাউন্টি শেরিফ দফতরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা, হামলাকারী ওই অভিযুক্তের নাম আর্থার এডিজিন (৬২)। হামলার সময় অভিযুক্ত ওই ব্যক্তি ৬ টির বেশি গুলি ছুঁড়েন।

পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এছাড়া ওই ঘটনাস্থল হলুদ টেপ দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

একুশে/ডেস্ক/এসসি