সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জয় দিয়ে সিলেট পর্ব শেষ করল ঢাকা ডায়নামাইটস

| প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০১৯ | ৭:২২ অপরাহ্ন

সিলেট : জয় দিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করল ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্সের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ১৮ বল বাকী থাকতেই জয় তুলে নেয় সাকিবের দল। ৬ উইকেটে জয় পেয়েছে ঢাকা।

শুক্রবার (১৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ জিতে আবার স্বরূপে ফিরেছে সাকিব বাহিনী।

সিলেট সিক্সাসের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ৩৭ রানে তিন উইকেট হারায় ডায়নামাইটস। ব্যর্থ হয়েছেন নারিন, রনি, মিজানুর। ধুকতে থাকা দলের হাল ধরেন সাকিব-রাসুলি। ৭৫ রানের পার্টনারশিপে স্বাগতিকদের মন ভেঙ্গে দেন তারা। রাসুলির বিদায়ের পর ক্যারিবিয়ান তান্ডব। পরপর দুই বল গ্যালিরির বাইরে বল পাঠিয়েছেন অ্যান্দ্রে রাসেল। বাকি কাজটা সেরেছেন সাকিব-রাসেলে। ৬১ রানে সাকিব, ৪০ রানে অপরাজিত থাকেন রাসেল।

ফ্ল্যাট উইকেটে টস জিতে ব্যাটিং নেয়, ওয়ার্নারের দল। গেল ম্যাচের মতোই উড়ন্ত সুচনা করেন। ২৯ বলে আসে ৩৮ রান। জোড়া ধাক্কায় বিদায় নেন সাব্বির, লিটন। ভরসা দিতে পারেননি আফিফ, কাপালি-পুরান। তবে, ব্যাট হাতে ঠিকই বোলারদের শাসন করেছেন অজি তারাকা।

দৃষ্টি নন্দন শটে আক্ষেপ বাড়িয়েছেন। ৮ চার, এক ছয়ে দলকে দিয়েছে লড়াই করার পুজি। বাড়িয়ে দিয়েছেন একম্যাচ পর দলের সঙ্গে না থাকার আফসোস। তার ৬৩ এবং জাকেরের ২৫ রানে সিলেট সিক্সার্সের সংগ্রহ দাড়াঁয় ১৫৮ রান। বিরিচ তিন, ম্যাচ সেরা সাকিব নেন ২ উইকেট।

একুশে/আরসি/এসসি