চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা থানার সাত্তার মাঝির ঘাট সংলগ্ন এলাকা থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা এম নূরুজ্জামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মায়ানমার হতে ইয়াবা ভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের অদূরে গভীর সমুদ্রে অবস্থান করছে। সাত্তার মাঝির ঘাট সংলগ্ন এলাকায় এসব ইয়াবা খালাস হবে। এরপর বোটটিকে আটকের উদ্দেশ্যে অভিযান শুরু হয়। শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়ার পরও না থামলে সন্দেহ আরো ঘনীভূত হয়।
তিনি বলেন, একপর্যায়ে সন্দেহভাজন বোটটি উপায়ান্তর না দেখে তীরের দিকে দ্রুত বেগে যেতে থাকে। বোটটি সাগর তীরবর্তী সৈকতে আটকে দিয়ে ইয়াবা পাচারকারীরা বস্তাগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বস্তাগুলো কোস্ট গার্ড দফতরে এনে গণনা করে সেখানে ৩ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
এম নূরুজ্জামান শেখ বলেন, এসব ইয়াবা আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।