চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ বেলাল (৫০) এর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আহসান সাইফি (২২)।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ রুহুল আমিন বলেন, মোটরসাইকেলে ছেলে আহসান সাইফিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে চকরিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বেলাল। পথিমধ্যে সাতকানিয়ার শিশুতল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
তিনি বলেন, আহত সাইফিকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীবাহী বাসটির চালক ও তার সহকারী পলাতক। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।