সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রেসক্লাব একাদশকে হারিয়ে সিএমপি একাদশের জয়

| প্রকাশিতঃ ২৩ জানুয়ারী ২০১৯ | ৭:৫৪ অপরাহ্ন

একুশে প্রতবিদেক : টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে চট্টগ্রাম প্রেসক্লাব একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করেছে সিএমপি একাদশ।

বুধবার (২৩ জানুয়ারি) নগরের দামপাড়া পুলিশ লাইণ্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে সিএমপি একাদশ প্রেসক্লাব একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়।
নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে প্রেসক্লাব একাদশ।

৬৭ রানের টার্গেটে মাঠে খেলতে নেমে সিএমপি একাদশ ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সিএমপি একাদশের মির্জা সায়েম মাহমুদ ২১ বলে ৪৩ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাহবুবর রাহমান (পিপিএম) বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি