সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হেলসের পর রুশোর দুর্দান্ত শতক

| প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০১৯ | ৯:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম: ইংলিশম্যান এলেক্স হেলসের পথেই হাঁটলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। তবে তিনি করলেন ৫০ বলে শতক।

শুক্রবার চট্টগ্রাম পর্বের দিনের দ্বিতীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসা দর্শকরা সামনে থেকেই এই বিনোদনটা উপভোগ করতে পারলেন। রংপুর রাইডার্সের দুই তারকা রুশো এবং হেলস একই দিনে জ্বলে উঠলেন, ব্যাট হাতে আগুন ঝরালেন। যে আগুনে পুড়ে ছাই প্রতিপক্ষ চিটাগং।

এর আগে ৪৮ বলে দুর্দান্ত শতক করেন হেলস। ১১টি চার ও পাঁচটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে ইংলিশ এই ওপেনার। শতরান করে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে বিদায় নেন হেলস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ বলে ৯ চার ও ছয়টি ছক্কায় ১০৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

বিপিএলে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি করেন ক্রিস গেইল। শুধু তাই নয়, রানের দিক থেকেও সবচেয়ে বড় ইনিংস খেলেন গেইল। ২০১৭ সালে রংপুর রাইডার্সের এই ওপেনার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৪৬ রান করে অপরাজিত থাকেন।

বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে সেঞ্চুরি করেন, ক্রিস গেইল, আহমেদ শেহজাদ, জনসন চার্লস, এভিন লুইস, ডোয়াইন স্মিথ, লরি ইভান্স ও অ্যালেক্স হেলস।

সাতজন বিদেশির পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সেঞ্চুরি করেন সাব্বির রহমান রুম্মন (১২২), মোহাম্মদ আশরাফুল (১০৩*) ও শাহরিয়ার নাফিস (১০২*)।