মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৩৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০১৬ | ৫:৩৪ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম কোয়াইশ হাজী হান্দু মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার আবদুস ছালামের ছেলে মোঃ আব্দুল ছাত্তার (২৫) ও চৌধুরী গোট্টা পাঠান পাড়া এলাকার মৃত শাহ মিয়ার ছেলে মোঃ নাজিম উদ্দিন (২৬)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য এক লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে।