
ঢাকা: আজই ষষ্ঠ বিপিএলের চূড়ান্ত ম্যাচটি গড়াতে যাচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনালটি অনুষ্ঠিত হবে সন্ধ্যায় ৭টায়।
মাছরাঙা ও জিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। দু’দলের লড়াইটি হবে ৪র্থ (ঢাকা) ও ২য় (কুমিল্লা) শিরোপার জন্য।
কাগজে কলমেও এবার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ছিলো ঢাকা ও কুমিল্লা। ঢাকা লিগের শেষ দিকে এসে কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিলো সেরা চারে ওঠার ব্যাপারে। কিন্তু শেষ পর্যন্ত টানা তিন ম্যাচ জিতে চলে এসেছে তারা ফাইনালে।
অন্যদিকে মাঝে কিছুটা হোঁচট খেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তরতর করেই ফাইনালে এসেছে। দুই দলই আজ মাঠে সেরাটা লড়তে চাইবে ট্রফি ছোঁয়ার জন্য।
ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা; দুই দলেরই সেরা সম্পদ তাদের অলরাউন্ডাররা।
বিশ্বের অন্যতম সেরা চার অলরাউন্ডার সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারিন খেলছেন ঢাকার হয়ে।
অন্যদিকে কুমিল্লার হয়ে খেলছেন শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা ও সাইফউদ্দিন।
এর বাইরে কুমিল্লার বড় ভরসা জাতীয় দলের তারকা তামিম ইকবাল ও জাতীয় দলের বাইরে থাকা সামসুর রহমান শুভ।
ঢাকাকে বাড়তি শক্তি জোগাচ্ছেন ফাস্ট বোলার রুবেল হোসেন ও স্ট্যাম্পের পেছনে অসাধারণ কাজ করতে থাকা নুরুল হাসান সোহান।
ঢাকা এই নিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলছে বলে তাদের আত্মবিশ্বাসটা একটু বেশি থাকার কথা। বিপরীতে কুমিল্লা এবার লিগ পর্বে দুইবারই ঢাকাকে হারিয়েছে। সেই আত্মবিশ্বাস আবার কুমিল্লাকে এগিয়ে রাখবে।