চট্টগ্রাম: মিথ্যা ঘোষণায় অতিরিক্ত কসমেটিকস সামগ্রী নিয়ে আসা একটি কন্টেইনার আটক করে অতিরিক্ত এক কোটি টাকা শুল্ক আদায় করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনারটি আটক করা হয়।
এসব পণ্যের আমদানিকারক ঢাকার নবাবপুরের মেসার্স আর.এম. এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট সুরমা ট্রেডিং করপোরশেন লিঃ। চালানটি দুবাই থেকে আমদানিকৃত।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক শামীমুর রহমান জানান, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় আনা ২ কোটি টাকা মূল্যের কসমেটিকসের একটি কন্টেইনার আটক করে কায়িক পরীক্ষা শেষে দেখা গেছে, সেখানে ঘোষণার বাইরেও অতিরিক্ত কসমেটিকস সামগ্রী আনা হয়েছে। এই অতিরিক্ত পণ্যের পরিমাণ ১৫ মেট্রিক টন।
তিনি বলেন, এরপর কন্টেইনারটিতে আনা পণ্যের শুল্ক বাবদ এক কোটি ১১ লাখ ৭ হাজার ৪৩৪ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ৭৫ লাখ টাকা শুল্ক এবং জরিমানা ৪০ লাখ টাকা। অথচ আমদানিকারক মাত্র সাড়ে ৪ লাখ টাকা শুল্ক পরিশোধ করে খালাসের চেষ্টা করেছিলেন।