চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি, জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি এসেছে একটি সংবাদ সম্মেলন থেকে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু মহাজোটের জেলা আহ্বায়ক রিপম দাশ শেখর বলেন, দুর্গাপূজায় তিন দিনের ছুটি, হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা-নির্যাতন রোধ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টেশ্বরী কালী মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তী বলেন, বর্তমানে দুর্গাপূজার দশমীর দিন শুধু সরকারি ছুটি থাকে। অথচ সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন হলো পূজার মূল পর্ব। ওই তিন দিন সরকারি ছুটি থাকলে নির্বিঘেœ পূজা-অর্চনা করতে পারবে কর্মজীবী মানুষ।
সংবাদ সম্মেলনে জোটের চট্টগ্রাম জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস, অধ্যাপক ঋতেন দাশ, ডা. নারায়ণ দাশ, বিকে তালুকদার, নিউটন দেওয়ানজী, দেবব্রত নাথ জুয়েল, স্বপন ভট্টাচার্য, রূপেশ শীল, কমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।