মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চুরি যাওয়া গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেফতার ৫

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৬:২৭ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই থেকে চুরি যাওয়া গার্মেন্টস পণ্য ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পণ্যগুলো উদ্ধার করে সীতাকুন্ড থানায় আনা হয়। গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অঞ্চলে পণ্যগুলো চুরি হয়।

এর আগে গত সোমবার (১২ সেপ্টেম্বর) পরিবহন সংস্থা বর্ণালী ট্রান্সপোর্টের পক্ষে আবু মোজাফ্ফর বাদি হয়ে সুনির্দিষ্ট পাঁচজনসহ নয়জনকে আসামি করে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার সুত্র ধরে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) কাভার্ডভ্যান চালক মো. আকবর, সহকারি মো. সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন বৃহস্পতিবার গ্রেপ্তার হন চোরাই চক্রের অন্যতম সদস্য আনোয়ারুল আজিম। সর্বশেষ গতকাল শনিবার পুলিশ অভিযান চালিয়ে আবদুল লতিফ ও মো. সেলিম নামে আরো দুইজনকে গ্রেপ্তার করে।

সীতাকুন্ড থানার এসআই কামাল উদ্দিন বলেন, ঢাকা থেকে বর্ণালী ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানে করে ৫৮২ কার্টুন লেডিস সুয়েটার রপ্তানির জন্য সীতাকুন্ডেরে বিএম কন্টেইনার ডিপোতে আনা হচ্ছিল। ভোররাতের দিকে চোর চক্রের সদস্যরা চালকের সঙ্গে যোগসাজশে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় চক্রটির ডিপোতে কৌশলে কার্টুনগুলো খুলে এক হাজার ৭৭০ পিচ সুয়েটার চুরি করে রেখে দেয়।

তিনি বলেন, চোর চক্রটি চুরি যাওয়া মালামাল ঢাকার মিরপুরে অন্য একটি চক্রের কাছে বিক্রি করে দেয়। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা মহাসড়কে পণ্যবাহী পরিবহণে পরিকল্পিতভাবে চুরি করে থাকে।

‘গ্রেফতারের পর চোর সিন্ডিকেটের অন্যতম আনোয়ারুল আজিম শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয়। তারই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে চুরি যাওয়া সুয়েটার উদ্ধার করা হয়।’- বলেন এসআই কামাল উদ্দিন।