মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৭:৪৫ অপরাহ্ন

yabaচট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সন্ধ্যায় চশমাহিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হোসাইন জাহিদ (২৪) কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার বাসিন্দা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে আসেন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় বাদী হয়ে মামলা করেছেন বন্দর সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা।