চট্টগ্রাম: নগরীতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৩৮২টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নগর ট্রাফিক পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযানে এসব মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন স্পটে কাগজপত্র বিহীন, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ না থাকায় ৯৯টি গাড়ি আটক ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন ভাগে আইন অমান্য করায় ১৬৭টি সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ অভিযানে মোট ২ লাখ ৩৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।