চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ২ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার দিনগত রাতে কোতোয়ালী থানার আনসার ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সুবিল মধ্যম পাড়া সুন্দর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুল বারেকের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে কম দামে ইয়াবা এনে বেশি দামে নগরীতে দীর্ঘদিন ধরে বিক্রি করছিল কবির। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।