চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ ও র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে আটটি স্বর্ণ বার ছিনতাইয়ের মামলায় দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোঃ শাহজাহান কবিরের আদালতে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করা হয়।
তিনজন হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল খান এ আলম ও পুলিশের সোর্স আল আমিন। ঘটনার পর বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি আবিদ হোসেন বলেন, দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। তিন আসামির মধ্যে পুলিশের দুই সদস্য জামিনে রয়েছেন। কারাগারে আছেন সোর্স আল আমিন। শুনানির সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানার লাভলেন এলাকায় জুয়েলারি দোকানের মালিক দোলন বিশ্বাসের কাছ থেকে র্যাব ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০২ ভরি ওজনের আটটি স্বর্ণ বার ছিনতাই করা হয়।
এ ঘটনার পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন ভুক্তভোগী। এরপর তদন্তে নেমে অভিযোগের সত্যতা পাওয়ায় এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলমকে পুলিশ কমিশনারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়। নগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা পুলিশের সোর্স আল আমিনকে।
পরে আল আমিনের কাছ থেকে ৪টি ও দুই পুলিশের কাছ থেকে দুটি করে চারটি স্বর্ণ বার উদ্ধার করে পুলিশ। গত বছরের ১৫ ডিসেম্বর তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। চলতি বছরের ১০ মে এ মামলায় অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার।