চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হাজী পাড়া সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।
তিনি জানান, অভিযানকালে হাজী পাড়া সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তার উভয় পাশের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত সীমানা দেওয়াল ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপর এসব জায়গা প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ সহায়তা করে।