চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে তিন হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সোহেল (১৯) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা গ্রামের অলি উল্লাহর ছেলে।
চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, টেকনাফ থেকে বাসযোগে চান্দগাঁও থানার মোড় এলাকায় নামে সোহেল। তার গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে তল্লাশি করে। এসময় তার শরীরে বাধা অবস্থায় তিন হাজার ইয়াবা পাওয়া যায়।
ওসি বলেন, সাদ্দাম নামের এক ব্যক্তি সোহেলকে ইয়াবাগুলো দিয়ে চট্টগ্রামে পাঠিয়েছিল। এ ঘটনায় সোহেল ও সাদ্দামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।