শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে হামলা: ৫ বাংলাদেশি নিখোঁজ

প্রকাশিতঃ ১৬ মার্চ ২০১৯ | ১১:২১ পূর্বাহ্ন


নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কমিউনিটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নিখোঁজ পাঁচজন হলেন- ওমর ফারুক, মোয়াজ্জেম, মোজাম্মেল হক, শাওন ও জাকারিয়া।

নিউজিল্যান্ডের বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, হামলায় মোট নিহতের সংখ্যা জানা গেলেও প্রবাসী বাংলাদেশী কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংখ্যাটা দুই থেকে আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছে। কর্তৃপক্ষ তদন্ত করছে। মৃতদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে। আশা করি, শনিবারের মধ্যে জানতে পারবো।’

প্রসঙ্গত, ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে নারী, শিশুসহ ৪৯ জন মুসল্লিকে হত্যা করা হয়। খুন হন ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ৪১ জন এবং লিনউডের আরেকটি মসজিদে আটজন মুসল্লি। এই সন্ত্রাসী হামলার সময় আল নুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে ওই হামলার ঘটনা ঘটে। ফলে অল্পের জন্য বেঁচে যান টাইগাররা।