
ঢাকা: জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ডহিটার সাব্বির রহমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন এই হার্ডহিটার। তবে সিরিজ শেষের আগেই দেশে ফেরেন তিনি। একেবারেই ঘরোয়া পরিবেশে সেরে ফেলেন আকদ।
সাব্বিরের বিয়ের খবর এখন কোন পক্ষ থেকেই ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এসব সাব্বির রহমানের বিয়ের আকদের ছবি।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আকদ অনুষ্ঠিত হয়। সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। জানা গেছে তিনি একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন।