মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু

| প্রকাশিতঃ ১৭ মার্চ ২০১৯ | ১:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আরো ২১ জন। বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে জানান দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো।

রোববার (১৭ মার্চ) স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।

কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

এক বিবৃতিতে নুগরোহো বলেছেন, এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে। রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে।

তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।

একুশে/ডেস্ক/এসসি