
চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পন্থায় তোশকে মুড়িয়ে গাঁজা চোরাচালানের চেষ্টাকালে আটক হয়েছে মাস্কাটগামী বিমানযাত্রী ও তার এক সহযোগী। বিমানযাত্রীর তোশকের ভেতর থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।
সোমবার (১৮ মার্চ) সকালে ফ্লাই দুবাই করে দুবাই ট্রানজিট হয়ে মাস্কাট যাবার সময় বিমানবন্দরে প্রবেশের প্রথম গেটেই ওই যাত্রীকে আটক করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার এ বি এম সরোয়ার-ই-জামান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দানাশী চরিলাম এলাকার মো. রুবেল ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বিমানে দুবাই হয়ে মাস্কাট যাচ্ছিলেন। স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর সঙ্গে থাকা তোশকে গাঁজা ধরা পড়লে তাকে আটক করা হয়। জব্দ করা হয় ৬ কেজি গাঁজা।’
এ সময় গেটের বাইরে অপেক্ষমাণ রুবেলের সহযোগী কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরের নিজাম উদ্দিনকেও আটক করে নিরাপত্তাকর্মীরা।
বিমানবন্দরের ব্যবস্হাপক উইং কমান্ডার এ বি এম সারোয়ার-ই-জামানের নেতৃত্বে অভিযানটিতে অংশ নেয় বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, নিরাপত্তা সুপারভাইজার মুহাম্মদ ইউছুপ (মানিক), নিরাপত্তা অপারেটর হাজী মজিবর রহমান, নিরাপত্তাকর্মী রাশেদুল ইসলাম।

সাম্প্রতিককালে খাবার, দাঁতের মাজন, পেস্টসহ নানা মাধ্যমে যাওয়া ইয়াবা-গাজার চালান আটকের পর ওমানের মাস্কাট কিমানবন্দরে প্রবাসী বাংলাদেশী যাত্রীদের কড়া তল্লাশিতে পড়তে হয়। এতে সাধারণ প্রবাসীদের নানা জটিলতা ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নসহ শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দেয়।
গত জানুয়ারিতে চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিনিধিদল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে বিষয়টি নজরে আনার পর মাদকপাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের কড়া অবস্থানে সোমবার তোশকে করে গাজার চোরাচালানটি ধরা পড়ে।
একুশে/ইএম/এটি