সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাজশাহীকে উড়িয়ে দিল সিএমপি

| প্রকাশিতঃ ১৮ মার্চ ২০১৯ | ৬:১৫ অপরাহ্ন


চট্টগ্রাম: বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যাত্রা শুরু হলো উড়ন্ত জয়ে।

পুলিশের রাজশাহী রেঞ্জ দলকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

সোমবার বেলা ১২টায় ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএমপি দলের অধিনায়ক সাজ্জাত হোসেন।

সিএমপি দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ১৭ ওভারে মাত্র ৯০ রানে থেমে যায় রাজশাহী রেঞ্জ দল।

দলের অধিনায়ক সাজ্জাত হোসেন নিয়েছেন ৩ উইকেট, সাব্বির পেয়েছেন ৩ উইকেট।

পরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষে পৌঁছে যায় সিএমপি দল।

ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছেন সিএমপির অলরাউন্ডার মো. জসিম।

তিনি ২০ বলে ২৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এবং এক উইকেট লাভ করেন।