মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দুদকের মামলায় চসিকের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

| প্রকাশিতঃ ২ অক্টোবর ২০১৬ | ১২:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম: অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক জাফর আহমেদ।

দুদক সূত্র জানায়, ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহিভর্’ত সম্পদ অর্জন ও এক লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাইফুর রহমানের বিরুদ্ধে গত ১৭ জুলাই নগরীর খুলশী থানায় মামলা হয়। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক হামিদুল হাসান বাদী হয়ে ওই মামলা করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সহকারী পরিচালক জাফর আহমেদ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজিজ আহমেদ ভ’ঁইয়া বলেন, দুর্নীতির মামলায় সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।