মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিচারের দাবীতে চুয়েটে শিক্ষার্থীদের মানববন্ধন

| প্রকাশিতঃ ২ অক্টোবর ২০১৬ | ৩:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তাদির শাওনের উপর হামলাকারীদের বিচারের দাবীতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও মৌনমিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এসময় মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিও জানান তারা।

রোববার সকাল ৯টায় ক্লাস বর্জন করে তারা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা শাওনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে উপাচার্যের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা শাওনের ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় শিক্ষার্থীদের হাতে সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস ও বিচারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে তারা পুনরায় শিক্ষকদের কাছে হামলার বিচার দাবি করেন।