মা ইলিশ সংরক্ষণের পদক্ষেপ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভ্ম্বের পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরার ওপর নিষোধাজ্ঞা দেয়া হয়েছে।
রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষোধাজ্ঞা বহাল থাকার সময় মাছের আড়ত, হাটবাজার ওবিপণিবিতানগুলোতে অভিযান পরিচালনা করা হবে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানের সাত হাজার বর্গকিলোমিটার এলাকাকে ইলিশের প্রজননক্ষেত্র হিসেবেও ঘোষণা করা হয়েছে।