মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৬ | ৩:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার কলেজ রোড থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসাইন মোঃ ইব্রাহীম (৩৬) কক্সবাজারের টেকনাফ থানার শিলবুনিয়া পাড়ার মৃত ওসমান গনির ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীমকে ২ হাজার ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। সে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে বিক্রি করতো। তার বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।