মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পতেঙ্গায় ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৬ | ১২:৪২ অপরাহ্ন

14569181_1332237950180032_523196103_nচট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে পতেঙ্গার সী বীচ এলাকার হোটেল রয়েল বীচ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নুর হোসেন (৫৬) ও আব্দুল হাকিম (৩০)। দুইজনের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এর মধ্যে আব্দুল হাকিমের নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর এর নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘পতেঙ্গা থেকে দুই মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান বিক্রি করার জন্য পতেঙ্গার হোটেল রয়েল বীচে এসেছেন এধরণের একটি সংবাদ পেয়ে ওসি স্যারের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করি। এসময় ৩ হাজার ইয়াবা পিসসহ নুর হোসেন ও আব্দুল হাকিম নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করি। তাদের দুইজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।’

‘তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পতেঙ্গা থানায় মামলা রুজু করে হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’ বলেন মনিরুল।