চট্টগ্রাম: ইংল্যান্ড সিরিজেই কি টেস্ট অভিষেক হতে চলেছে তাসকিন আহমেদের?- এই প্রশ্নে কোচ চন্দিকা হাথুরুসিংহের উত্তর, ‘ও সম্প্রতি চারদিনের ক্রিকেট খেলেনি। যদি সে প্রথম শ্রেণির খেলায় অভ্যস্ত থাকতো, তাহলে ভাবা যেত হয়তো ম্যাজিক দেখাবে। ও যেহেতু চারদিনের ম্যাচ খেলছে না, তাহলে কিভাবে টেস্টে নামিয়ে দেওয়া সম্ভব! এখানে ১৫ ওভার বোলিং করার মতো ফিট থাকতে হবে। আমি চাই না, কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক।’
গত কিছুদিন ধরেই তাসকিনকে নিয়ে গুঞ্জন ছড়ানোর পর কোচের এই বক্তব্য ইঙ্গিত পাওয়া গেল, আপাতত টেস্ট ক্যাপ পরা হচ্ছে না তাসকিনের। যদিওবা টেস্টে পেস বোলিং সংকটের কারণে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন চেয়েছিলেন, কোনভাবে যাতে তাসকিনতে রাখা যায়! এরই অংশ হিসেবে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরও দলের সঙ্গে থেকে যান তাসকিন। এমনকি নির্বাচকরা তাকে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াডে রাখেন।
তাসকিন কখনোই চার দিনের ম্যাচ খেলেননি, ব্যাপারটি এমনই নয়। তাসকিন সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সাড়ে তিন বছর আগে। ২০১৩ সালে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন তিনি। মোট ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাসকিনের উইকেট সংখ্যা এখন ২৪টি।
সীমিত ওভারের ক্রিকেট দলে অপরিহার্য তাসকিনকে টেস্টে খেলানো নিয়ে বরাবরই ছিল শঙ্কা ও সতর্কতা। তাই টেস্টে তাসকিনকে দেখার অপেক্ষা টাইগার ক্রিকেটপ্রেমিদের আরও দীর্ঘায়িত হচ্ছে।