ইংল্যান্ড সিরিজে প্রথম টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ক্রিকেটবোদ্ধাদের মত, চট্টগ্রামের স্পিনিং উইকেটের কথা মাথায় রেখেই দুই পেসার খেলানোর চিন্তা করেছে টিম ম্যানেজম্যান্ট।
তবে কেউ কেউ মনে করেন এই একজন ব্যাপ আপ পেসার স্কোয়াডে রাখলে এবং ইনফর্ম অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখলে পরিপূর্ণতা পেতো প্রথম ম্যাচের টেস্ট স্কোয়াড।
সবশেষ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোষাকে মাঠে নেমেছিলো মুশফিক-সাকিবরা। প্রায় ১৫ মাস পর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লঙ্গার ভার্সনে ফিরছে টিম বাংলাদেশ।
প্রথম টেস্টের জন্য দলও ঘোষণা হয়ে গেছে। তবে ঘুরেফিরেই প্রশ্ন, ইংলিশদের মোকাবেলায় কেমন হয়েছে দলটি? দুই পেসার আর একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে সাজানো ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড কি চট্টগ্রাম টেস্টের জন্য কতটা ভারসাম্যপূর্ণ? বিশ্লেষকদের মত, চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেটের কথা চিন্তা করেই এমন স্কোয়াড গড়েছেন নির্বাচকরা।
তবে সাবেক অধিনায়ক পাইলটের মত, মোসাদ্দেক হোসেন সৈকত স্কোয়াডে থাকলে পরিপূর্ণতা পেতো। তাছাড়া দরকার ছিলো একজন ব্যাক আপ পেসার।
আলিস্টার কুক, জো রুটদের গড়া অভিজ্ঞ ইংলিশদের বিপক্ষে লড়তে চারজন নতুন মুখকে নেয়াটা কতটাইওবা যুক্তিযুক্ত?
ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী বাংলাদেশ, লঙ্গার ভার্সনটা এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। হোক তা মাঠের পারফরম্যান্সে অথবা দল নির্বাচনে, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ এমনটাই মনে করেন।