শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সম্মেলনে বিএনপিকে দাওয়াত আওয়ামী লীগের

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৬ | ৮:১২ অপরাহ্ন

al awamiআওয়ামী লীগের ২০ তম কাউন্সিলের আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস। সম্মেলনে মির্জা ফখরুলকেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তারা।

মৃণাল কান্তি দাস জানান, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেই বিএনপিকে দাওয়াত দেয়া হয়েছে। তবে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হবে না।