শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম টেস্টে রিভিউয়ের বিশ্বরেকর্ড!

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৬ | ৪:৫৮ অপরাহ্ন

ব্যাট-বল নয়, চট্টগ্রামে চলমান বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট রেকর্ড গড়েছে রিভিউ নেওয়ায়! এক ইনিংসে সর্বোচ্চ ১০ বার রিভিউ নিয়ে বিশ্বরেকর্ডে ভাগীদার হয়েছে মুশফিকুর রহিম-অ্যালিস্টার কুকের দল।

এমন ঘটনা ঘটেছে টেস্টের ইংল্যান্ডের প্রথম ইনিংসে।

বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন এই রিভিউয়ের কারণেই মঈন আলী সবমিলিয়ে পাঁচবার বেঁচে গেছেন। প্রথম দিনে নেওয়া সাতটি রিভিউয়ের পাঁচটিই ছিল মঈনের। দ্বিতীয় দিন শুক্রবার সকালে আরো তিনটি রিভিউ নেওয়া হয়। দূর্ভাগ্য বাংলাদেশের, মোট দশটি রিভিউয়ের মাত্র দুটি নিজেদের পক্ষে গেছে।

জানিয়ে রাখা ভালো, ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ১৬টি রিভিউ নেওয়া হয়েছে।