শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গাউছিয়া কমিটির নেতা কাজী শামসুল আলমের ইন্তেকাল

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৯ | ১:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম : বাংলাদেশ গাউছিয়া কমিটি কাতার শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাজী শামসুল আলম (৯০) প্রকাশ কাজী সাহেব সোমবার ভোর চারটায় শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। তিনি আজীবন সুন্নীয়তের কথা বলেছেন, খেদমত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। তার মৃত্যুতে ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

মরহুমের প্রথম নামাজে জানাজা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা হবে তাঁর গ্রামের বাড়ি পশ্চিম কধুরখিল কাজী বাড়ির হযরত আব্দুল মজিদ শাহ মসজিদ প্রাঙ্গণে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি