মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

১১ গ্রেডে বেতন চান লোহাগাড়ার প্রাথমিক শিক্ষকেরা

| প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ন

লোহাগাড়া প্রতিনিধি : প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ।

১৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধরাণ সম্পাদক জহির উদ্দিন মো: বশির, সহ-সভাপতি ফেরদৌস, মো: শাহ জামাল, মো. জাকারিয়া, মো. এরশাদ, রাজিব দাশ, শাহেদা করিমুন্নেছা ও আইয়ুব আনছারী প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রাথমিক শিক্ষকদের ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।