
চট্টগ্রাম : মানবিক সংগঠন শেকড় পটিয়া উপজেলা শাখার আয়োজনে “শেকড় মেধা যাচাই পরীক্ষা ২০১৯” এর পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল (শনিবার) পটিয়া উপজেলা শাখার সভাপতি কাজী হাবিবুর রহমান হাবিব ও পটিয়া সরকারি কলেজ শাখা সভাপতি হাসান মুরাদের সঞ্চালনায় কেলিশহর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী বলেন, জাতি হিসেবে বিশ্বের বুকে গৌরবের সাথে নিজের অবস্থান জানান দিতে ভবিষ্যৎ প্রজন্মকে মেধা-মননে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, আর এই প্রয়াস প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে করতে হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম হাশেম ছিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেলিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জাবেদ হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান আবু সায়েম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আশরাফুল হক ফাহাদ, সাংগঠনিক সম্পাদক এম মহিউদ্দিন রহিত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, পটিয়া উপজেলা শাখার সহ-সভাপতি রুবেল দে স্বাধীন, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক ইসলাম, পটিয়া উপজেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আকতার সহ জেলা উপজেলা, ইউনিয়ন শাখার সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও গাছের চারা প্রদান করা হয়।
একুশে/এসসি/প্রেসবিজ্ঞপ্তি