
চট্টগ্রাম: নতুন জাহাজ যুক্ত হওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিয়ে সুসংবাদ এসেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৭-১৮ অর্থবছরে বিএসসি’র নিট মুনাফা হয়েছিল ১২ কোটি ৫২ লক্ষ টাকা।
মঙ্গলবার চট্টগ্রামের বিএসসি ভবনে বিএসসি’র ৩০২তম বোর্ড সভায় এসব তথ্য জানানো হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি’র বোর্ড অব ডাইরেক্টরস এর সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিএসসি’র ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসার অনুমোদন, বহিরাগত যুগ্ম নিরীক্ষক নিয়োগ, পরিচালনা মন্ডলীর পক্ষে পেশতব্য প্রতিবেদন অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের রেকর্ড ডেট ও বার্ষিক সাধারন সভা (এজিএম)’র তারিখ নির্ধারণ, নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রাথমিকভাবে আগামী ৬ নভেম্বর রেকর্ড ডেট ও ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়।
সভায় বিএসসি’র এমডি ও বোর্ড সদস্য কমোডর সুমন মাহমুদ সাব্বির, সদস্য বেগম রাশেদা আক্তার, সদস্য এ এইচ এম আহসান, সদস্য কাজী মো. শফিউল আলম, সদস্য মোহাম্মদ ইউসুফ, সদস্য আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।