মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে চাঁদাবাজি করায় একজনকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৯ | ২:৪১ অপরাহ্ন


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কার ও সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি করার অভিযোগে মো. রায়হান রোমিও নামের বহিরাগত এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়৷

রোমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রাশেদের ছেলে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পড়লেও রোমিও নিজেকে শাখা ছাত্রলীগের একটি গ্রুপের কর্মী বলে দাবি করে। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া বাইক চালানো ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে দড়ি টেনে পার্কিং জোন তৈরি করেন রোমিও। প্রত্যেক গাড়ি চালককে ৩০ টাকার একটি টোকেন দিয়ে গাড়ি পার্কিং করানো হচ্ছে সে জায়গায়। কোন গাড়ি বিশ্ববিদ্যালয়ের সড়কের পাশে অবস্থান করলে সেখানে পার্কিং করতে দেওয়া হচ্ছিল না। আবার দিলেও তাদের থেকে চাঁদা নিচ্ছিল রোমিও।

এসব বিষয়ে জানতে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছালে রোমিওকে এক গাড়িচালকের সাথে বাকবিতণ্ডা করতে দেখে যায়।এর কারণ জানতে চাইলে তিনি জানায়, রেলওয়ের জমি তার বন্ধুর বাবা ইজারা নিয়েছে। তার বন্ধুর সাথে কথা বলে ওই জায়গাটিতে পার্কিং জোন করেছে। এক্ষেত্রে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকলে যান চলাচলে অসুবিধার অজুহাত দেখিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছে বলেও জানায় সে।

টোকেন দিয়ে গাড়ি পার্কিং এর নামে টাকা আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কারও অনুমতি আছে কিনা জানতে চাইলে রোমিও বলেন, না বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমি অনুমতি নিইনি। কারণ এই জায়গা রেলওয়ের।

পরে পার্কিং জোনের সিএনজি অটোরিকশা চালক ও বিশ্ববিদ্যালয় এক নম্বর সড়কের পাশে পার্কিং করা সিএনজি অটোরিকশা চালকদের সাথে কথা বলে জানা যায়, রোমিও সবার কাছ থেকে ৩০ টাকা দামের টোকেন দিয়ে গাড়ি পার্কিং করতে বাধ্য করাচ্ছে। তা হোক রেলওয়ের জায়গা অথবা বিশ্ববিদ্যালয়ের জায়গায়। কেউ টোকেন না নিয়ে গাড়ি পার্কিং করতে চাইলে ধমক দিয়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভারপ্রাপ্ত প্রণব মিত্র বলেন, জায়গাটি রেলওয়ের। আমরা তাকে টেকেন দিয়ে টাকা আদায়ের কোন অনুমতি দিইনি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের সহযোগিতায় ডিবি পুলিশ একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।