মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৯ | ৯:২২ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরীর বিভিন্ন কেন্দ্রে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবু হাসান সিদ্দিক।

শনিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে নগরীর বিভিন্ন জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তারা।

নগরীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ এবং সিএমপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল আলিম, পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান, কলেজ পরিদর্শক প্রফেসর জাহিদুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিবগণ।

পরীক্ষা কেন্দ্র পরিবেশ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্টগ্রামে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন (শনিবার) বিভিন্ন কেন্দ্র ঘুরে মনে হয়েছে, হলের ভেতর যেন কেউ নেই, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

একুশে/এএ