মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সম্প্রীতি মেলা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের প্রস্তুতি সভা

| প্রকাশিতঃ ২৬ নভেম্বর ২০১৯ | ১০:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম : ‘চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর’ এই স্লোগানকে সামনে রেখে কলেজে ‘গৌরবের ১৫০ বছর’ উপলক্ষে সম্প্রীতি মেলা উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম কলেজ প্রাক্তনদের সম্প্রীতি, বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন।

এ উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) মেট্রোপোল চেম্বারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম  জি.ই.সি কনভেনশন সেন্টারে এ সম্প্রীতি মেলা আগামী ২৭ ডসিম্বের অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয় ।

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সচিব শারুদ নজিামের সঞ্চালনায় ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি মোরশেদ জাফরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মজনু, প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ডা. এস এম জাফর, প্রফসের মর্জিনা আখতার, অধ্যাপক মু. মাহবুবুর রহমান, সাফায়াত সুলতানা নুপুর, মোহাম্মদ ওবায়দুর রহমান প্রমুখ।

উপস্থতি ছিলেন মো. ফজলুল হক, মুহাম্মদ নাজির ক্বারী, অধ্যাপক সঞ্জীব সেন গুপ্ত, অধ্যাপক কৃষ্ণা দাশ, মো. হেলাল উদ্দনি, মো. জিয়াউল আলম, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মো. আনোয়ার শহীদ ফরহাদ, আনিসুর রহমান, অ্যাডভোকেট গাজী মেসবাহ, আনোয়ার শাহাদাত রিয়াদ, মামুন উদ্দিন, সায়লা সামা আখি, সাজিয়া আফরিন, জাহানারা আলম জুমা, মু. এনায়েত হোসেন সুমন প্রমুখ।

সম্প্রীতি মেলায় চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীর অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি, মূকাভিনয়, কৌতুক পরিবেশনসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে এ প্রস্তুতি সভায়।

রেজিস্ট্রেশন কার্যক্রম ৩০ নভেম্বর র্পযন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে ৯টা পর্যন্ত চলব। ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে মেট্রোপোল, ৮৪৬-নুর আহমদ সড়কের চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন কার্যালয়ে । রেজিস্ট্রেশন ফি একক-১০০০টাকা, দম্পতি-১৮০০ টাকা, সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮০০ টাকা, অতিথি ১০০০ টাকা ।

একুশে/এএ