
সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপের তিনটি কেন্দ্রে এম হোসাইন শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এম হোসাইন ফাউন্ডেশন আয়োজিত ও সন্দ্বীপ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এই বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণীর ৬৩০ ও ৬ষ্ঠ শ্রেণীর ৪০৭ পরিক্ষার্থীসহ সর্বমোট ১০৩৭ জন অংশগ্রহণ করেছে।
আমেরিকা প্রবাসী সন্দ্বীপের রহমতপুরের কৃতীসন্তান মোশারফ হোসেন জসিমের পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গাছুয়া একে একাডেমী, আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় ও পুর্ব মাইটভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক রহিম মোহাম্মদ।
২০০৪ সাল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় উত্তীর্নদের নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় বলে জানালেন পরীক্ষা পরিচালনা কমিটির সচিব সাংবাদিক ইলিয়াছ কামাল বাবু।
সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, সুফিয়ান মানিক, সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. মোজাম্মেল, সাংবাদিক অপু ইব্রাহীম,দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা লিটনসহ একঝাঁক শিক্ষকের সহায়তায় এই পরীক্ষা সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে।