মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সন্দ্বীপ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ গঠিত

| প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০১৯ | ৫:২৫ অপরাহ্ন

সন্দ্বীপ প্রতিনিধি : সার্ধশত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের কার্যকরী কমিটি গঠনের নির্বাচন বৃহস্পতিবার এসএমএস ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

প্রতিবারের মতো এবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়েছে। সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাঈম। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন কার্যনির্বাহী সদস্য রাসেল খান এবং সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান তুহিন। শীর্ষ দুই পদে নেতৃত্ব নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৭৯ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন কম্পিউটার প্রতীকে সৈয়দ নাঈম। তার প্রাপ্ত ভোট ৮৪ এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থেকে ৫০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন কলম প্রতীকে আতিকুর রহমান তুহিন। তার প্রাপ্ত ভোট ৭৪।

গত ৬ ডিসেম্বর সংগঠনের সাবেক সভাপতি নোমান বিন হোসাইন এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাঈম ২০১৯ এর কার্যকরী কমিটির দায়িত্ব নির্বাচন কমিশনারের হাতে হস্তান্তর করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনিরুল ইসলাম ও সহ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ সোহেল। সংগঠনটির ভোটার সংখ্যা প্রায় দুই শতাধিক।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ নাঈম বলেন, চট্টগ্রাম কলেজ মেধাবীদের মিলনমেলা। এ কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের ছাত্রছাত্রীদের যে কোনো সহযোগিতা ও সংগঠনের সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা থাকবে।

চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধতা, পরস্পরের প্রতি যোগাযোগ সৃষ্টি, সম্প্রীতি স্হাপন ও সহযোগিতার লক্ষ্যে ২০১৪ সালে চট্টগ্রাম কলেজ, সন্দ্বীপ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি