
চট্টগ্রাম: আলোকিত মানুষই একটি আলোকিত সমাজ গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্কুলের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, মানুষকে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান অনুষঙ্গ শিক্ষা; আর শিক্ষা গ্রহণের প্রথম প্রাতিষ্ঠানিক ধাপ হচ্ছে বিদ্যালয়। উত্তর চট্টগ্রামের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে সগৌরবে নিরবচ্ছিন্নভাবে আলোকিত মানবসম্পদ উৎপাদনের কাজটি করে চলেছে।
সুবর্ণ জয়ন্তী উৎসবে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল-আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফল ড্র।
এতে সুবর্ণ জয়ন্তী বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব রাশেদ বিন আমিন চৌধুরী।
সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহবায়ক উক্ত স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. প্রীতিশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসাদ বেগম চৌধুরী, মাধ্যমিক শাখার শিক্ষক মো. গোলাম মোস্তফা সরকার, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডিআইজি (এডমিন), ফিন্যান্স এন্ড টেলিকমিউনিকেশন মোরশেদুল আনোয়ার খান ও সরকারের যুগ্ন সচিব শেখ মোমেনা মনি প্রমুখ।