
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষার্থীদেরকে শক্তি, সাহস ও প্রেরণার উৎস। খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিক দৃঢ়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে। সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী, উদ্যমী ও মানবীয় চরিত্রের অধিকারী হতে হলে খেলাধুলা ও শরীরচর্চার কোন বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোবৃত্তি সৃষ্টি করে; যা ভবিষ্যত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ইতিবাচক মনোভাব গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন।
এর পূর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, স্ব স্ব হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতি ক্রীড়াবিদ রবিউল ইসলাম ও ঊষা চাকমা।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ মনোনীত ছাত্রদের ১৯টি ইভেন্টে ২০৮ জন ক্রীড়াবিদ এবং ছাত্রীদের ১১টি ইভেন্টে ১০১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।