মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মির্জা ফখরুলসহ ৩৫ নেতার জামিন

| প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০২০ | ৪:০১ অপরাহ্ন


ঢাকা: রাজধানীর শাহবাগ থানার গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকে অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকালে মির্জা ফখরুলসহ ৩৫ নেতা আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

শাহবাগ থানার ওই দুই মামলায় মির্জা ফখরুল ছাড়াও আসামি হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, শিমুল বিশ্বাসসহ আরও অনেকে। এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।