মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিশ্বকাপজয়ী জুনিয়র টাইগাররা বুধবার দেশে ফিরছে

| প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৭:২১ অপরাহ্ন

ঢাকা: প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী যুবা টাইগাররা বুধবার বিকালে দেশে ফিরবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানাবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে চারবারের শিরোপাজয়ী ভারতকে রবিবার ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। যেকোনো বিশ্বকাপে এটা বাংলাদেশের প্রথম শিরোপা জয়।